শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালীগঞ্জঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপিত হয়েছে। কালিগঞ্জের কাকশিয়ালী নদীর তীরে রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সুশীলনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলন এর সভাপতি গাজী আজিজুর রহমান। নদীর তীরে প্রতীকী অবস্থান ও সাতক্ষীরা ঘোষণা প্রদান করেন সুশীলনের সদ্য পদোন্নতি প্রাপ্ত পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু ও সাতক্ষীরা ঘোষণা প্রদান করেন কথাসাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। অবস্থান কর্মসূচির আগে কালিগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে নদী বাঁচানোর দাবিতে র্যালি বের হয় হয়। শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন মন্টু,সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, নারীনেত্রী ইলাদেবী মল্লিক, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, শিক্ষক নেতা আবু আব্দুল্লাহ আল হাসান, কৃষ্ণা কর্মকার, সৈয়দ মোমিনুর রহমান, রহিমা খানম,রবীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। বিশ্ব পানি দিবসের সাতক্ষীরা ঘোষণা সংহতি জ্ঞাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদ হোসেন। বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান বলেন, ১৯৬৫’র ভারত পাকিস্তান যুদ্ধে বন্ধ হয়ে যাওয়া রাজা বসন্ত রায়ের নামানুসারে প্রতিষ্ঠিত বসন্তপুর নৌ-বন্দর পুণরায় চালুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসন সে কাজ এগিয়ে নিয়ে চলেছেন। এখন দরকার আরও দ্রুত বাস্তবায়ন। একই সাথে সাতক্ষীরার বিশেষ করে সুন্দরবন সংশ্লিষ্ট নদী গুলোকে পুণর্জ্জীবন দেয়ার জন্য আহবান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.