নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এদিন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ গ্রহীতাদের সাথে উঠান বৈঠক, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ, নওহাটা পৌরসভা, মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন, কাশিয়াডাঙ্গা ভূমি অফিস চত্বরে গাছের চারা রোপন ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: সুব্রত কুমার সরকার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহীনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় কুমার সরকার, উপজেলা সহকারী প্রোগ্রামার (বেনবেইস) ইসমোতারা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিন, উপজেলা একোডেমিক সুপারভাইজার আয়েশা নাজনিন, উপজেলা বনায়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।
এছাড়া বিভিন্ন এলাকার উন্নয়ন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, পবা থানা অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, প্যানেল মেয়র ও কাউন্সিলর আজিজুর হক ও দিদার হোসেন ভুলু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দামকুড়া থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নুরুন্নাহার ও দপ্তর মাঠ কর্মকর্তাবৃন্দ, কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ, শিক্ষক, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশগণ এবং সেবা গ্রহীতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক খোঁজ খবর, পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগীদের সাথে মতবিনিময়, ইউপির বিভিন্ন সেবাকার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.