তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে শারদীয় দূর্গপূজা ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্টিত সভায় উপজেলার ২৯টি দূর্গপূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সহকারী কমিশনার(ভূমি) মো. আসাদুজ্জামান রনি, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, তাহিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পুরকায়স্থ, সাধারন সম্পাদক গণেশ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী সুধাংশু মোহন গাঙ্গুলী, সাংবাদিক রোকন উদ্দিন, সৈকত হাসান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা সকলে মিলে আসন্ন দুর্গাপূজা কে সফল করার জন্য যার যার অবস্থান থেকে সবাই দায়িত্ব পালন করবো।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।