জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় পাটি( কাজী জাফর) বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫শে সেপ্টেম্বর) দুপুর ১২ টারদিকে দক্ষিণ রেলগেট সংলগ্ন কুষ্টিয়া -২ আসনের সাবেক সংসদ আহসান হাবিব লিংকন'র নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় ভেড়ামারা উপজেলা জাতীয় পাটির সভাপতি আশরাফুল আলম চাঁদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া -২ আসনের সাবেক সংসদ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এবং মহাসচিব আহসান হাবিব লিংকন। এসময় আরো বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টু, মিরপুর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক কামরুল হাসান, ভেড়ামারা উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মিরপুর উপজেলা যুব সংহিতির আহবায়ক জাহিদ হোসেন চৌধুরী, সেলিম রেজা, রেজাউল রহমান সহ নেতা কর্মীরা। প্রধান অতিথি বক্তব্য বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হলে সরকারকে প্রথমে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করতে হবে। ২০১৪ বা ২০১৮ সালের মত পুনরাবৃত্তি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখে নির্বাচন দিলে আমরা তা হতে দেব না। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগনের ভোটাধিকার হরন করেছে এবং বর্তমান কর্তৃত্ব বাদী অবৈধ সরকারের পদ ত্যাগ চায়। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এটাই আমাদের এক দফা, এক দাবী। পরিশেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্যে দোয়া করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।