শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালিগঞ্জ প্রতিনিধিঃ পানি সংকট নিরসনে ও সরকারি সেবার আওতায় সুপেয় পানি নিশ্চিত করণে (২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার) সকাল ১১ টায় জনকল্যান সংস্থার আয়োজনের ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । জনকল্যান সংস্থার প্রধান সমন্বয়ক মোঃ মারুফ হাসানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সাহিদা পারভীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার সহকারী শিক্ষক কাওসার আলী জনকল্যান সংস্থার সমন্বয়ক শাহারিয়া তাহছিন বৃষ্টি , কাইয়ুম রহমান , বিল্লাল হোসেন প্রমুখ । এ সময় ছাত্রীদের সুপেয় পানির সমস্যা এবং লবণ পানির কারণে তাদের শারীরিক যে ক্ষতি হচ্ছে স্কুল ক্যাম্পেইনের মাধ্যমে তা উঠে আসে এবং সকলে একসাথে বাঁশি বাজানোর মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন।
জনকল্যান সংস্থার প্রধান সমন্বয়ক মোঃ মারুফ হাসান ছাত্রীদের উদ্দেশ্য বলেন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা জেলায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের ।
উপকূলের মানুষের জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রে পানি সংকটের নীতিবাচক প্রভাব রয়েছে।
বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূল অঞ্চল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে সুপেয় পানি সংকট রয়েছে। এই সুপেয় পানি সংকটের প্রধান কারণ হচ্ছে লবণাক্ততা বৃদ্ধি গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া অপরিকল্পিত উপায়ে লবণ পানিতে চিংড়ি চাষ বেরিবাধ ভাঙ্গন ইত্যাদি। সুপেয় পানি তীব্র হওয়ার পাশাপাশি এ অঞ্চলের মানুষেরা সুপেয় পানির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। উপকূলী এলাকায় রমরমা পানির ব্যবসা হচ্ছে দীর্ঘদিন ধরে। সাধারণ মানুষ বিশেষ করে নারীরা প্রতিদিন দুই থেকে তিন কিলোমিটার পথ হেঁটে টাকা দিয়ে পানি ক্রয় করে আনতে হচ্ছে যার ফলে তাদের স্বাস্থ্য হনি সহ নানা সমস্যা সৃষ্টি হচ্ছে সরকারিভাবে যে জলধার গুলো রয়েছে তা বর্তমানে ব্যক্তি মালিকানাধীন ভোগ করা হচ্ছে যা সাধারন মানুষ ব্যবহারের সুযোগ পাচ্ছে না এ সকল সরকারি পুকুরগুলো ইযারা বাতিল করতে হবে, পানি বাণিজ্যিকরণ বন্ধ করতে হবে, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য জলধর খনন করতে হবে এবং বালি উত্তোলন বন্ধ করতে হবে। ইত্যাদি সমস্যা গুলো দূর করতে পারলে উপকূলীয় অঞ্চল সুপেয় পানি পাবে।তিনি আরো বলেন , আমাদের সমস্যা গুলো আমাদেরই সমাধান করতে হবে যার জন্য সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।