বাঁধন প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নারী উদ্যেক্তা ও জাতীয় মহিলা সংস্থা পরিচালিত বিভিন্ন গ্রেডের প্রশিক্ষনর্থীরা এই সমাবেশে যোগ দেন। প্রায় ৩ শতাধিক নারী এই সমাবেশে যোগদান করেন। জেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকাল থেকে দিন ব্যাপি এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ৪ গ্রেডের প্রশিক্ষনার্থীদের হাতে চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ বছর বিউটিফিকেশন,ক্যাটারিং, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানজমেন্ট গ্রেডে প্রায় দেড় শতাধিক প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন । তাদের হাতে চেকের মাধ্যমে ১৫ লক্ষ টাকা বিতরণ করা হয়। এসময় প্রশিক্ষনার্থীদের হাতে তৈরী বিভিন্ন জিনিষপত্র, পোষাক ও তৈরী কৃত খাদ্য সামগ্রীর প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম সফিকুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনেআরা বেগম প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।