মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ৮৫ লাখ টাকা ব্যায়ে হোসনেআরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, যুগোপযোগী শিক্ষা বিস্তারে শেখ হাসিনার সরকার সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। এ সরকারের সময় শিক্ষার মানন্নোয়নে বহুমূখী পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করা হয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা বিস্তারে শেখ হাসিনার সরকার বিশ্বে রোল মডেল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমদাদুল হক সেলিম, ফরাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইশাকুর রহমান জাফর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের, সহকারী প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম ইসলাম, উপ সহকারি প্রকৌশলী মোঃ মনির হোসেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।