মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলার বোরহানউদ্দিনে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর সোমবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকতা মো: রায়হান-উজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ভোলা ২ আসনের এমপি আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্য এমপি মুকুল বলেন,বর্তমানে বিশ্বায়নে নারীদের ভূমিকা অপরিসীম,তিনি বলেন নারীরা দেশের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখছে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী যার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকতা রায়হান-উজ্জামান বলেন, সমাজে নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সকল পর্যায়ে তাদের ভূমিকা আরও জোরালো করা,নারীর প্রতি সহিংসতা,বাল্য বিবাহ,যৌতুক প্রথা রোধ করতে এই ফোরাম গঠিত হয়েছে,এসময় তিনি নারীদের ঘরে বসে না থেকে সমাজের প্রতিটি উন্নয়নে তাদের দায়িত্ব ও কর্তব্য আরো বেগবান করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য বোরহানউদ্দিন
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান (১) মোঃ রাসেল আহমেদ মিয়া বলেন,নারীর ক্ষমতায়ন আমাদের সমাজে জাগ্রত করতে হবে,নারীরা এখন আর গৃহে নেই তারা সমাজের প্রতিটি স্তরের উন্নয়নে অবদান রাখছে।তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়ে দেশ পরিচালনায় যে ভূমিকা রাখছে তা দেখে বিশ্ব নেতারা আজ অবাক হয়ে তাকিয়ে রয়েছে,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে রোল মডেল,এসময় তিনি আরো বলেন,যতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত এদেশের মানুষ ভালো থাকবে,পথ হারাবে না বাংলাদেশ।
এদিকে নবনির্বাচিত কমিটির সভাপতি ও বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন তার বক্তব্য সমাজ,দেশ ও জাতীয় প্রেক্ষাপটে নারীদের ভূমিকা তুলেন ধরেন,এসময় তিনি সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যদের ইউনিয়ন পরিষদে গিয়ে সাধারণ,দুস্থ অসহায় মানুষের সহযোগিতার আহ্বান জানান।তিনি আরো বলেন,এই কমিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য উপজেলার অসহায়,সুবিধা বঞ্চিত,অস্বচ্ছল নারীদের পাশে দাঁড়ানো,তাদেরকে বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।
এসময় আরো বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা প্রমুখ।
উল্লেখ্য যে কর্মশালা শেষে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিনকে সভাপতি,দেউলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য রুমা বেগমকে সাধারণ সম্পাদক এবং সাচড়া ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য সালেহা বেগম কে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বৈশিষ্ট্য একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।