মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ এবং সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । সোমবার ২৫ সেপ্টেম্বর দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ এবং সমন্বয় সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। সভায় আরো বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তূজ জোহরা, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন শাহ্, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডংগা, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জি, ধনতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমর কুমার নুপুর, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা প্রমুখ। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা আইন শৃংখলা সংক্রান্ত ও উন্নয়ন বিষয়ক আলোচনা প্রাধান্য পায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।