শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক দু'টি ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। একটি ক্লিনিকে সীলগালা ও অপরটিতে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী।ক্লিনিক গুলোতে মেডিকেল প্রাকটিসেস ও বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, প্রয়োজনীয় লজিস্টিক না থাকা ও মানহীন সেবার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার নাজিমগঞ্জের যমুনা ক্লিনিকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা ও উপজেলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্নের এ আলী ক্লিনিকটি সীলগালা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।