কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলায় সংঘটিত সঙ্গবদ্ধ অপরাধ, চোরাচালান, খুন, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সিলেট সবার্ধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৬/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ভোরবেলায় কোম্পানীগঞ্জ থানার এসআই (নিঃ)
শরীফুল ইসলাম, এসআই সুরঞ্জিত তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানাধীন কাঠালবাড়ী সাকিনের ধৃত আসামী রিয়াজ মিয়া (৩০), পিতা-মোঃ মজিবুর রহমান,সাং-কাঠাঁলবাড়ী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট এর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে আসামী রিয়াজ মিয়ার ঘর থেকে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী অন্যান্য আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার অপর সহযোগী আসামী মোঃ ইসমাইল মিয়া (২৮), পিতা-মোঃ ইব্রাহিম মিয়া, সাং-কাঠালবাড়ি, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগী অন্যান্য আসামীদের সহযোগিতায় ভারতীয় ১১১০ টি শাড়ি এবং ১৪৪টি লেহেঙ্গা শুল্ক ফাঁকি দিয়া অবৈধভাবে ভারত হইতে বিক্রয়ের উদ্দেশ্যে বাংলাদেশে এনে ধৃত আসামী রিয়াজ মিয়ার বাড়ীতে মজুদ করিয়া রেখেছিলো বলে স্বীকার করে।
এরই পরিপ্রেক্ষিতে কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়, যাহার মামলা নং-০৯, তাং-২৬/০৯/২০২৩খ্রিঃ, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) এর ১(বি)।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।