মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ ‘জনসেবার জন্য প্রশাসন’এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা প্রমূখ।
সভায় ডোমার উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা ও আগামীতে স্থিতিশীল পরিস্থিতির জন্য কর্মপরিকল্পনা করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।