বিলালুর রহমান,সিলেটঃ জৈন্তাপুর উপজেলার শ্রীপুর আলু-বাগান মোকামপুঞ্জি খাসিয়া পল্লী'তে ডিবি পুলিশের অভিযানে ভারতীয়-২৫১ বোতল মদ সহ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর এক মহিলাকে আটক করা হয়েছে। আটক উর্মি পাত্র ওরফে উর্মি (৪৫) মোকামপুঞ্জি খাসিয়া পল্লীর বাসিন্দা সুরেন্দ্র পাত্রের স্ত্রী। আটক মাদকদ্রব্যের বাজার মূল্য তিন লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
২৬ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান কালে আটক মহিলার ঘর তল্লাসী করে বিভিন্ন ব্রাণ্ডের ২৫১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ব্যাপারে জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল কর্মকর্তা মো. সম্রাট তালুকদার ঘটনার কথা তিনি নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।