শেখ মারুফ হোসেন
সাতক্ষীরা কালীগঞ্জ:
কালিগঞ্জের গণপতি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা পর্ষদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে বাংলাদেশ ঈমাম সমিতি উপজেলা শাখার সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাওলানা আব্দুল গফুর এর সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের সদস্য সাবেক মেম্বর শেখ আলাউদ্দিন সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মুজিব রুবি হাই স্কুলের প্রধান শিক্ষক জিএম কামরুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, গনপতি বায়তুল আমান জামে মসজিদের সভাপতি শেখ মোকাররম হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য শেখ সাইফুল ইসলাম কচি, শেখ মুরাদ হোসেন, আব্দুর রহমান ও গোলাম ফারুক, হাফেজ মাওলানা মোহাম্মদ আল-আমিন, মাওলানা মোহাম্মদ আশিকুর রাহমান প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও অত্র প্রতিষ্ঠানের উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মরহুম আলহাজ্ব ডাঃ এ কে এম মুজিবুর রহমানের মেয়ে মেজর ডাঃ শবনম রহমান। অনুষ্ঠানের মাধ্যমে হামদ, নাতে রাসুল ও পবিত্র কোরআন তেলাওয়াতে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল গফুর।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।