আজিম আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ "স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় ঝিনাইদহের মোট ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা তাঁদের নিজেদের প্রকল্প প্রদর্শন করে।
বুধবার ২৭ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিভিন্ন নামে স্কুল গুলো তাঁদের স্টলে সুন্দর সুন্দর প্রজেক্ট তুলে ধরেন।বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফ এফ) এর সহযোগিতায় ঝিনাইদহ ওয়েলফেয়ার এফোর্টস(উই) তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করে।
ঝিনাইদহে কালেক্টর স্কুল এন্ড কলেজে মাঠে মেলায় উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ খালিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শুভেন্দু কুমার ভৌমিক সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।