মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা পর্যায়ে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ এর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ও মহিলা) ও কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।
নীলফামারী জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি পঙ্কজ ঘোষ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাছাই কমিটির সদস্য সচিব এএম শাহজাহান সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৪শে সেপ্টেম্বর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তাদের নামের তালিকা প্রকাশিত হয়।
এতে জায়গা করে নিয়েছেন ডোমারের তিন শিক্ষক। প্রাথমিক শিক্ষা পদকের নীলফামারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ বদরে আলম, সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে পশ্চিম বোড়াগাড়ী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোকসানা পারভীন ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এছাড়া শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে সদরের শাহিদ মাহমুদ, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সৈয়দপুরের ফয়সাল রায়হান, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হিসেবে পিটিআইয়ের জগদিশ চন্দ্র রায়, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সৈয়দপুরের জাকির হোসেন সরকার, শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর ডিমলার মাসুদ করিম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে সদরের নুরুজ্জামান, শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে সৈয়দপুরের নূর ই আজম, শ্রেষ্ঠ এসএমসি সদরের দুহুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাই, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে সদরের বড় সংগলশী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে সৈয়দপুরের ডাঙ্গারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিবলি বেগম ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে কিশোরগঞ্জের নয়ন খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলাম মওলা নির্বাচিত হয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।