মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিনব্যাপী র্যালি, আলোচনা সভা, সৈকত পরিচ্ছন্নতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বুধবার সকাল ১০টায় দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা হয়। ঘোড়া গাড়ি, ঢোল বাজিয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান কক্সবাজারের পুলিশ সুপার.মোঃ মাহফুজুর রহমান, নেতৃত্বে র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক হোটেল, বিভিন্ন সংগঠন ও পুলিশ ব্যানার সহকারে অংশ নেন। র্যালি শেষে সৈকতে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর কক্সবাজার সমুদ্র সৈকত পরিস্কার কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ব্যক্তি অংশ নেন। তারা সৈকতের ময়লা আবর্জনা পরিষ্কার করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জাফর আলম, কানিজ ফাতেমা মোস্তাক, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, ট্যুরিস্ট পুলিশের এস পি মো. জিল্লুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, পৌর মেয়র মাহবুবুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবু হেনা প্রমুখ।
টুয়াক এর সাধারণ সম্পাদক মোঃ নুরুল কবির পাশা পল্লব বলেন, বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে জেলা প্রশাসনের কার্নিভাল সফল ও সুন্দর করতে টুয়াক নিরলস কাজ করছে। তার অংশ হিসেবেই রোড শো আয়োজন করা হয়েছে। বিশেষ দিবসটিতে পর্যটকদের জন্য থাকছে বিশেষ সুযোগ-সুবিধা।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।