স্বপন কুমার রায়,খুলনাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহের সাফল্য কামনা করেছে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, আইন বিচার বিভাগীয় সংসদীয় কমিটির স্হায়ী সদস্য অ্যাড,গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করে শুভেচ্ছা বাণীতে এমপি ঝর্ণা বলেন,শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করে
,আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা তার বর্তমান ও ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক সিদান্ত সমুহ যেন সুন্দর ভবিষৎ নির্মাণে সহায়ক হয়।তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্হ্যএবং দীর্ঘায়ু কামনা করেন।
দেশের দুরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী হাসিনার ৭৭ তম জন্মদিন বৃহস্পতিবার।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহন করেন।
স্বাধীন বাংলাদেশের মহানস্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিতুননেছা'র জৌষ্ঠ সন্তানএবংআওয়ামীলীগের সভাপতি তিনি।
সাধারণ পরিষদের ৭৭ তম অধিবেশনে যোগ দিতেপ্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্হান করছেন। প্রধানমন্ত্রী তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানের পদাঙ্ক অনুসরণ করে গত ২৪ সেপ্টেম্বর অংশগ্রহণ ইউএনজিএ'র সাধারণ সভায় আলোচনায় অন্যান্য বছরের মতো বাংলায় ভাষণ দেন তিনি। তার অনুপস্হিতিতে দিনটি উৎসব মুখর পরিবেশে নানা কর্মসুচি উদযাপন করবে তার নেতৃত্বধীন দল আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে আওয়ামীলীগ বুধবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্লেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করছে এ ছাড়া ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ভাবে বাদ জোহর জাতীয় মসজিদে বায়তুল মোকাররমসহ দেশের সকল সকল মসজিদে দোয়া ও মিলাদ মোহফিল।একই সঙ্গে সকাল ১০টায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে (বাসাবো, সবুজবাগ) বৌদ্ধ সম্প্রদায়, সকাল ৯টায় খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে (৩/৭/এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
একই দিনে ঢাকাসহ সারাদেশে সকল সহযোগী সংগঠন আলোচনা সভা, আনন্দ র্যালি, শোভাযাত্রা, দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও আলোকচিত্র প্রদর্শনীসহ দিবসটির তাৎপর্য অনুযায়ী যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বিভিন্ন উপযোগী কর্মসূচি উদযাপন করবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
রাজনৈতিক বিশ্লেকদের মতে ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল থাকায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়ার প্রায় সব দেশের ওপরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব, সময়োচিত পদক্ষেপ, মানুষের জন্য আর্থিক ও খাদ্য সহায়তা, অর্থনীতিকে বাঁচাতে প্রণোদনা ঘোষণা এবং বাস্তবায়নের কারণে দেশে অনাহারে একজন মানুষেরও মৃত্যু হয়নি, খাদ্যের জন্য কখনো কোথাও হাহাকার হয়নি।
শিল্প সংস্কৃতি ও সাহিত্য অন্তপ্রাণ শেখ হাসিনা লেখালেখিও করেন। তার লেখা এবং সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। প্রকাশিত অন্যতম বইগুলো হচ্ছে- শেখ মুজিব আমার পিতা, সাদা কালো, ওরা টোকাই কেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র্য দূরীকরণ, আমাদের ছোট রাসেল সোনা, আমার স্বপ্ন আমার সংগ্রাম, সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র, আর্ন্তজাতিক সর্ম্পক উন্নয়ন, বিপন্ন গণতন্ত্র, সহেনা মানবতার অবমাননা, আমরা জনগণের কথা বলতে এসেছি, সবুজ মাঠ পেরিয়ে ইত্যাদি।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।