মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাস এর উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর বুধবার সকালে সারাদেশে
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ভার্চুয়ালী এ সভার আয়োজন করে বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশ পুলিশের ঢাকা পুলিশ হেডকোয়ার্টাস এর এআইজি (কমিউনিটি এন্ড বিট পুলিশিং) মো: মিলনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়"সভায় সারাদেশের ন্যায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার নেতৃত্বে বোরহানউদ্দিন থানার প্রতিটি ইউনিট অংশগ্রহণ করে।
এসময় বোরহানউদ্দিন থানার পক্ষ থেকে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বোরহানউদ্দিন থানা পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়,বোরহানউদ্দিন থানার অবকাঠামোগত উন্নয়নের চিত্র এবং সমস্যা তুলে ধরেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্যা গুলো তুলে ধরলে তা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক রেহান উদ্দিন,উপপরিদর্শক মো: মানিক,উপপরিদর্শক মো: মঞ্জুর হোসেন,উপপরিদর্শক মোঃ মনির হোসেন,উপপরিদর্শক হ্নদয় চাকলাদার,
উপপরিদর্শক রাজিব হোসেন,এএসআই হাবিব,এএসআই ইলিয়াস,পৌর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জোহেব হাসান,পুলিশ সদস্য হাসানুজ্জামান প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।