বিলালুর রহমান,সিলেটঃ গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া গ্রামের অদম্য কিশোরী সোহাগী আক্তার। পরিবারের ৪ ভাই, ৪ বোনের মোট ৮ ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়ে সোহাগী। বর্তমানে ৯ম শ্রেণিতে পড়াশোনা করে। ২০১৯ সালে সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবে সোহাগী বাংলা চ্যানেল জয় করেন। বাংলাদেশের দীর্ঘতম সাঁতার ৬৫ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় কানাইঘাট সুরমা সেতু টু সিলেট ক্বীন ব্রীজ পর্যন্ত সাঁতারে ৩য় স্থান অর্জন করে। পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণে পুরো পরিবার গাজীপুর চলে আসে। তাঁর বাবা ও ভাই মিলে ছোটখাটো দোকান করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক এস.আই.এম ফেরদৌউস আলমের সার্বিক সহযোগিতায় আবারো সোহাগী খেলায় ফিরছে। সোহাগী সকলের কাছে দোয়াপ্রার্থী। সে সাঁতারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে চায়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.