মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে দেশের ৫০০ তম ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর রোজ বুধবার সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ৩নং ওয়ার্ডের সারাবো এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ফায়ার সার্ভিসের স্টেশনটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, ফায়ার সার্ভিসের গাজীপুর জেলা প্রধান আবদুল্লাহ আল আরিফিন সিদ্দিকী।সিনিয়ার স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন।
এছাড়াও সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরগণ ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।