সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর রাঘবপুর এলাকা থেকে খড় বোঝাই ট্রাক হতে ২০০ পিস ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেন রাণীশংকৈল থানা পুলিশ ।
২৭ সেপ্টেম্বর (বুধবার) উপজেলার রাঘবপুর স্কুলের পূর্বপাশে পাকা সড়কের উপর থেকে ২০০ পিস ফেন্সিডিল ও একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, এনামুল হক (২৫), দিনাজপুর কোতোয়ালি থানার সুইহারি গোপালবাগ এলাকার আব্দুল জলিলের ছেলে মোঃ রানা(২৮) দিনাজপুর উপজেলার মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের মোস্তফা(৩৩)। থানায় জব্দকৃত ট্রাকটি যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ড ১১-৬৯৮৮।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান এসআই এরশাদের নেতৃত্বে পুলিশের একটি মাদক অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাতোর রাঘবপুর স্কুলের পূর্বদিকে জনৈক মোমিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ট্রাকে খড় বোঝাই করার সময় ট্রাক চালকসহ তিন জন মাদক কারবারিকে আটক করে। এ সময় ট্রাকের খড়ের ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে তাদের জেলা জেল হাজতে প্রেরণ করা।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।