এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের অভিযানে গতকাল (২৭শে সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা ৭ টায় বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের পাঠনছড়া এলাকা থেকে একজন অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত অপহরণকারীর অন্যতম সদস্য বিরামপুর উপজেলার কাঠলা ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের মোহাম্মদ মমির উদ্দিনের ছেলে নুরুজ্জামান মন্ডল (৩৮)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ৯৯৯ নাম্বারে কল পেয়ে, থানায় কর্মরত সহকারি উপ- পরিদর্শক শামীম হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পাঠায় এবং একজন অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়, বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
থানার সহকারি উপ পরিদর্শক শামীম হোসেন জানান, ওসি সুব্রত কুমার সরকার স্যারের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ১০-১৫ জনের একটা দল ছিল তাদের মধ্যে থেকে একজনকে আটক করতে সক্ষম হই বাকিরা পালিয়ে যায়। এসময় উদ্ধারকৃত তাহেরুল ইসলাম বলেন, আমি আমার নিজ গ্রামের বাড়ি চকশুলবান জোতবানী থেকে মোটরসাইকেল যোগে আমার গৃহপালিত গরু বিক্রির দেড় লক্ষ টাকা নিয়ে জমি বন্ধক নেওয়ার উদ্দেশ্যে কসবা সাগরপুর গ্রামে যাওয়ার পথে পাঠনছড়া বাজারে পৌঁচা মাত্রই আমিও আমার সঙ্গে থাকা আমার চাচা মিলন হোসেন এর উপর ১০-১২ জন হঠাৎ আক্রমণ করে বসে এবং আমাকে হাত পাও বেঁধে একটি স্কুল ঘরে নিয়ে যায়, সেখানে আমাকে বেধড়ক লাঠি পেটা করে, আমার সঙ্গে থাকা দেড় লক্ষ টাকা তারা ছিনিয়ে নেয়, আমি কৌশলে আমার মোবাইল থেকে ৯৯৯ নাম্বারে কল দিলে, পুলিশ পৌঁছামাত্র অপহরণকারীরা আমাকে ছেড়ে পালিয়ে যায় এবং পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়। উক্ত বিষয়ে অত্র থানায় মামলা হয়েছে, যার মামলা নম্বর ১৮, তারিখ ২৮, ৯, ২০২৩ইং । বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন, বিরামপুর থানার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।