শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালীগঞ্জ প্রতিনিধিঃ মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে জশনে জুলুসে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)সকালে স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিরা জশনে জুলুসের শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় সভায় মিলিত হন।
কালিগঞ্জ থানা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজীর সঞ্চালনায়, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কালিগঞ্জ উপজেলা জুলুস কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে।
অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, জেলা পরিষদ সদস্য ও জুলুস কমিটির সহ-সভাপতি ফিরোজ কবীর কাজল, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন। ইটালী আওয়ামীলীগে যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহম্মেদ। উপজেলা পরিষদের মসজিদের ইমাম মাওলানা আকরাম হোসেন।
দিনব্যাপী আলোচনায় বক্তারা বলেন, রাসূল (সা.) এই ধরাধামে রহমত হিসেবে আগমন করেছেন। এটা শুধু মুসলমান নয় বরং মহাবিশ্বের সকল মাখলুকাতের জন্য মুক্তির দূত হিসেবে আগমন করেন প্রিয় নবী।
রাসূলপাকের আগমনে সমস্ত মাখলুকাত খুশি, আনন্দিত। তাদের জন্য এরচেয়ে আর বড় নিয়ামত কী হতে পারে! আর নিয়ামত লাভের পর আনন্দিত হওয়া, খুশি প্রকাশ করা তো স্বাভাবিক। সে কারণে আজ বিশ্ব মুসলিম উম্মাহ আনন্দে আত্মহারা।
মহানবীর আগমনকে কেন্দ্র করে তাঁর আগমনের মাসে তাঁর জীবন বৃত্তান্ত আলোচনা, রবের দেয়া শ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায়ের নিমিত্তে খুশি জাহির করা, শরিয়তসম্মত বিভিন্ন কার্যাবলী সম্পাদন করাই হলো ঈদ-ই মিলাদুন্নবী। এই মিলাদুন্নবী সারাদেশের শহরে, গ্রামে পালিত হয়ে থাকে।
নবীকে ভালোবাসাই ঈমান। ঈমানের দাবি হলো প্রিয় নবী (সা.)’র জীবনী আলোচনার মাধ্যমে তাকে জানা, তার আনুগত্য করা।
প্রায় ১৫০০ বছর পূর্বে ১২ রবিউল আউয়াল পবিত্র মক্কা নগরীতে মা আমিনার কোল আলোকিত করে বিশ্বনবীর জন্ম হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.