আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় বনবিভাগের পৃথক অভিযানে ১০টি গর্জন গাছ জব্দ করেছে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের টৈটং বিট অফিস।
(২৮ সেপ্টেম্বর) বারবাকিয়া রেঞ্জের টইটং বিটের ছনখোলার জুম ও পুড়াদিয়া নামক এলাকা হতে গর্জন গাছ গুলো জব্দ করা হয়।
বারবাকিয়া রেঞ্জ হাবিবুল হকের নির্দেশনায়
টইটং বিটের বিট কর্মকর্তা জমির উদ্দীনের নেতৃত্বে এই পৃথক দুটি অভিযান পরিচালনা হয়।
এসময় গাছ চোরেরা অভিযানের খবর পেয়ে গাছ রেখে পালিয়ে যায়। ছনখোলার জুম এলাকা থেকে ০২টি ও হাজী বাজার এবং টইটং এর মধ্যবর্তী জায়গা পুড়াদিয়া নামক এলাকায় ০৮ টি গর্জন গাছ জব্দ করা হয়।
জব্দ করা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, আমি এই রেঞ্জে যোগদান করার পর থেকে পাহাড় কাটা,গাছ কাটা,অবৈধ স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি।
গোপন সংবাদের মাধ্যমে কিছু গাছ চোর ১০টি গর্জন গাছ অবৈধভাবে পাচার করেছিল। সাথে সাথে টৈটং বিট কর্মকর্তা ও স্টাফদের পাঠালে, পাচারকারীরা গাছ ফেলে পালিয়ে যায়,গাছ গুলো জব্দ করা হয়েছে।
যারা গাছ পাচারে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অবৈধ স্থাপনা নির্মাণ, গাছ পাচার, গাছ কর্তনকারী,পাহাড় খেকোদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বনভূমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বনবিভাগের নিয়মিত অভিযানের কারণে বন খেকোরা দিশেহারা হয়ে বনবিভাগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্রকারীরা কখনো সফল হবে না।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.