মাসুদ রানা,জেলা প্রতিনিধি গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুরে শীর্ষ মাদক কারবারি মামুনের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ আন্তজিলা ট্রাক চালক ইউনিয়ন কাশিমপুর থানা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।
কাশিমপুর বাংলাদেশ অন্তঃ জিলা পরিবহন মালিক ও চালক মানিক মিয়া ও শাকিল আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলার প্রতিবাদ নিঃশর্ত মুক্তির দাবি ও শীর্ষ মাদক কারবারি পরিবহন মালিক ও চালক মামুনের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় কাশিমপুর পরিবহন শ্রমিক কার্যালয়ের সম্মুখ সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বাংলাদেশ অন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন কাশিমপুর শাখার সভাপতি মোঃ শাহিন মিয়া বলেন মামুন চট্টগ্রাম থেকে তার নিজ কভার ভ্যানে গাঁজা নিয়ে এসে মানিক ও শাকিল এর কাছে রেখে দেয়। গাঁজা রাখতে নারাজ হইলে মামুন বলেন তোমরা কি জানো এই গাজার আসল মালিক কে? মামুন বলেন এই গাজার আসল মালিক কাশিমপুর কোনাবাড়ি থানার এসি সাহেবের ছোট ভাই নুর ইসলাম । যদি তোমরা এই গাঁজা না রাখো তাহলে আমি এসি সাহেবের ছোট ভাই নুর ইসলাম কে দিয়ে তোমাদের দুজনকেই প্রশাসনের কাছে ধরিয়ে দিব।
নিরুপায় হয়ে তাদের কাছে ৬ কেজী গাঁজা রেখে যায় গাঁজা ব্যবসায়ী মামুন। পার্বতীতে মামুন থানায় যোগাযোগ করে পুলিশকে নিয়ে রাতে মানিক ও শাকিল দুজনকে বাড়ি থেকে ফোন করে ডেকে এনে কাশিমপুর থানা পুলিশের কাছে ধরিয়ে দেন। আমরা জানতে চাই কে এই কাশিমপুর কোনাবাড়ি থানার এসির ছোট ভাই নুর ইসলাম কি তার পরিচয় অবিলম্বে এই মামুন ও নুর ইসলামকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। মামুনের ড্রাইভার বাবু বলেন আমি চট্টগ্রাম গিয়েছিলাম গাড়ি নিয়ে আমার গাড়ির মালিক মামুন আমার স্ত্রীর কাছে একটি টোপলা রাখতে গিয়েছেন কিন্তু আমার স্ত্রী রাখতে চাইনি পরে মামুন আমাকে ফোন করে বলেন তোমার স্ত্রীর কাছে একটি হোমিওপ্যাথিক ঔষধ রেখে দিতে চাচ্ছি পরে এসে নিয়ে যাব। আমি বললাম রেখে দাও সমস্যা নেই পরে শুনতে পেলাম হোমিওপ্যাথি ওষুধ নয় বাবা ট্যাবলেট রেখে গিয়েছিলেন আমার স্ত্রীর কাছে। এরপর থেকেই আমি তার গাড়ি চালান বন্ধ করে দিলাম।
এছাড়াও উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ অন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়নের সহ-সভাপতি মাহবুব, কার্যকরী সদস্য মামুন, দেলোয়ার হোসেন সহকারী সাংগঠনিক সম্পাদক, সহ অন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সদস্যগণ।
এ সময় বক্তারা মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসী মামুনের গ্রেপ্তার ও হয়রানি মূলক মিথ্যে মামলায় আটককৃত মানিক ও শাকিলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।