মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক মাদ্রাসা থেকে বিক্রির চেষ্টাকালে ১৯০ কেজি সরকারি বিনামূল্যের বই জব্দ করেছে প্রশাসন। স্থানীয় একটি গ্রুপের খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযানে আসেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার জালাবাদ ইউনিয়নের পালাকাটা গোলজার বেগম মডেল দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গোলজার বেগম মডেল দাখিল মাদরাসা থেকে সরকারী বই বিক্রির চেষ্টাকালে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্রির জন্য মজুদকৃত মাদরাসা শিক্ষা বোর্ডের সরকারী বই জব্দ করেন।
পরে জেলা শিক্ষা অফিসার তিনি বিষয়টি অবহিত করলে জেলা শিক্ষা অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিনকে ঘটনাস্থলে প্রেরণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত বইগুলো মাদ্রাসার গোডাউনে রেখে তালা মেরে দেন।
মাদরাসাটির সুপার মাওলানা আনিস মোহাম্মদ আবদুল্লাহ জানান, গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মাদ্রাসা পরিচালনা কমিটির সভার রেজুলেশন মূলে সিদ্ধান্ত মোতাবেক পুরাতন বইপত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকসহ সকলেই অবগত আছেন। যে বইগুলো জব্দ করা হয়েছে সেগুলো পুরনো সিলেবাসের। ২০১৯- ২০ ও ২০২১-২২ শিক্ষা বর্ষের।
বর্তমানে এগুলোর কোন কার্যকারিতা নেই। এগুলো মাদ্রাসার গোডাউনে রক্ষিত আছে। বাঙারিকে বিক্রির খবর পাওয়া মাত্র আমি মাদ্রাসায় গিয়ে বইগুলো গোডাউনে ঢুকাই। বইগুলোর মধ্যে শিক্ষার্থীদের ফেরত দেয়া অনেক পুরনো বইপত্র রয়েছে। পাশাপাশি এখানে পুরনো খাতা ও কাগজপত্রও ছিল। স্থানীয় কয়েকজন ঘটনাটিকে তিল থেকে তাল বানাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে আমার কাছ থেকে পুরো বিষয়টি অবগত হন। তিনি পুরনো বইপত্র বিক্রির নিয়ম নেই বলে আমাকে জানান।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল ঘটনার বিষয়ে আমার কাছ থেকে জানতে চান।
তবে এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার কে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।