বিপ্লব তালুকদার,নাটোরঃ নাটোরের হালতি বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবিতে মোঃ আব্দুল্লাহ (১১) ও মোঃ আব্দুর রহমান (০৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সর্ম্পকে আপন দুই ভাই বলে জানা গেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া গ্রামের হাইস্কুল ও মাদ্রাসার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এসময় চলন্ত নৌকাটি একটি বৈদ্যুতিক খুঁটির তারের সাথে বেধে উল্টে গিয়ে ডুবে যায়। এতে নৌকায় অবস্থানরত সকলেই পানিতে সাঁতার কাটতে থাকে আর ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেন। নিহত আব্দুল্লাহ ও আব্দুর রহমান লালপুর উপজেলার আড়বাব গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে শিশু আব্দুল্লাহ ও আব্দুর রহমান তার বাবা-মায়ের সাথে লালপুর থেকে হালতি বিলে বেড়াতে যায়। এসময় তারা পাটুল ঘাট থেকে একটি ভাড়া নৌকায় ওঠে। ওই নৌকাতে লালপুর সহ বিভিন্ন এলাকার ১৭ জন আরোহী ছিলেন।
নৌকাটি পাটুল ঘাট থেকে রওনা দিয়ে খোলাবাড়িয়া মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের কিনারায় গিয়ে বেড়ায়। সেখানে ঘোরাঘুরি শেষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তারা বাড়িতে ফেরার জন্য নৌকায় ওঠে খোলাবাড়িয়া গ্রামের উত্তর পাশ দিয়ে ঘুরিয়ে পাটুলঘাটের দিকে যাচ্ছিল। এ অবস্থায় চলন্ত নৌকাটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে টানা তারের সাথে আটকে গিয়ে উল্টে যায়।
এসময় নৌকায় অবস্থানরত আরোহীরা হুরোহুরি করতে গিয়ে নৌকাটি সেখানেই ডুবে যায় এবং চিৎকার করতে থাকে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে নৌকা নিয়ে পানিতে ডুবে যাওয়া লোকজনকে উদ্ধার করলে ও ওই দুই শিশুর সন্ধান পান না। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি শুরু করে।
রাত আটটার দিকে ওই দুই শিশুকে তলিয়ে যাওয়া নৌকার নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।ওসি বলেন, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।