মেহেরপুর প্রতিনিধিঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, একজন প্রাইমারী শিক্ষক যে কত দামী সেটা কিন্তু সকলে মাপতে পারবে না। এটি মাপার জন্য সেরকম আলোকিত সুশিক্ষিত যোগ্যতাসম্পন্ন মানুষের প্রয়োজন। যারা একজন শিক্ষককে তারা মাপতে পারবে। তিনি আরও বলেন, একসময় প্রাথমিক শিক্ষকদের ৫’শ টাকা বেতন ছিলো। কি করুণ একটা অবস্থা ছিলো শিক্ষকদের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এত শিক্ষকদেরকে এক সাথে সরকারিকরণ করেছেন। যা বঙ্গবন্ধু করেছে আর মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আর কেউ এই শিক্ষকদের সরকারিকরণ ও তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করেনি।
শনিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মাধ্যমেই শিশুদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা সবার আগে। দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সবোর্চ্চ গুরুত্বারোপ করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেছেন। পহেলা জানুয়ারি সারাদেশে বই বিতরণে ঐতিহাসিক সাফল্য সারাবিশ্বকে হতবাক করে দিয়েছে।
মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (আইটিসি) মোঃ কাদের মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কোমর উদ্দিন, ভবানীপুর সরকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক তানজিদুর রহমান, মুজিবনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ গোলাম ফারুক, শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নুরুল ইসলাম। এসময় জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।