মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে জেলা আওয়ামী লীগের সভাপতির স্বাক্ষর ও প্যাড নকল করার অভিযোগ উঠেছে । শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গণ্যমাধ্যম কর্মীদের কাছে এক ভিডিও বার্তা ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবগত করেন জেলা আ’লীগের সভাপতি একে ফজলুল হক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের একাংশের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু, সম্মেলন গঠনতান্ত্রিক মোতাবেক আহŸান না করার অভিযোগে এনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সম্মেলন স্থগিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক। তবে, শনিবার সকালে সাতক্ষীরার এক সংসদ সদস্যের মিডিয়া প্রতিনিধির ফেসবুক পোস্টে ‘জেলা আওয়ামী লীগ সভাপতির দেওয়া প্রেসবিজ্ঞপ্তিটি তার নিজের দেওয়া বিজ্ঞপ্তি নয়-এমন দাবি করে পুনরায় তার স্বাক্ষর ও প্যাড নকল করে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে’ একটি প্রেসবিজ্ঞপ্তি প্রচার করা হয়। যেটি তার দেয়া প্রেসবিজ্ঞপ্তি নয় বলে জানান এ কে ফজলুল হক। তিনি বলেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড শাখার সম্মেলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্যাড ও স্বাক্ষর নকল করে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ফেসবুকে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তি দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের সম্মেলন পূর্বের নির্দেশনা অনুযায়ী স্থগিত থাকবে। আগামীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভারত থেকে দেশে ফেরার পর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা পূর্বকতদন্ত সাপেক্ষে সম্মেলনের তারিখ পুনরায় ঘোষণা করা হবে বলে জানান তিনি। কারা প্যাড ও স্বাক্ষর নকল করেছে এমন প্রশ্নের জবাবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক বলেন, কে বা কারা আমার প্যাড ও স্বাক্ষর নকল করেছে জানিনা। তবে যারা এটি প্রচার করছে তারা জেলার এক সংসদ সদস্যের অনুসারী। যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টি করতে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এজন্য তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.