স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান আজ ১ অক্টোবর রবিবার বিকাল ৫ টারদিকে আর্য্যহরিসভা শ্রীঅঙ্গণে চলমান কাজের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা এবং উদ্ভুত সমস্যা নিরসনে হরি সভার সম্মানিত উপদেষ্টা মন্ডলী, সম্পাদক মন্ডলী, কার্য নির্বাহী কমিটি, স্থায়ী সদস্যবৃন্দ ও সর্ব ভক্ত সাধারণের উপস্থিতিতে এক জরুরী সভার আয়োজন করা হয়েছে।উক্ত সভায় স্বাগত বক্তৃবো করেন আর্য্যহরিসভার মহাপরিচালক সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলাপরিষদ সদস্য সরোজিত কুমার রায়,উপ মহাপরিচালক ও বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়,সাধারন সম্পাদক বিজন কুমার রায়,সহ সাধারন সম্পাদক দেবব্রত সরকার দেবু,সহ সাধারন সম্পাদক প্রবীর রায় বাপ্পী, সাবেক সাধারন সম্পাদক নিমাই চাঁদ দাস,কোষাধক্ষ্য শ্যামল কুমার রায়,জীতেন্দ্রনাথ বিশ্বাস, দেবাশীষ মন্ডল,মলয় রায়, প্রধান শিক্ষক মানিক চন্দ্র গাইন, সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার রায় সজল বম্ম্রচারী, তাপস হালদার,প্রদিপ সরদার,সবুজ সরকার, প্রিতীশ, সরকার সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তপন রায়। আলোচনা সভায় উদ্ভুত সমস্যা নিরসনে হরি সভার সম্মানিত উপদেষ্টা মন্ডলী, সকলের মতামতের ভিত্তিতে নিরসন করার আহবান জানান,আর্য্যহরি সভা মন্দিরের উন্নয়ন এর লক্ষে সকলের মতামতের আলোকে কাজের উন্নয়নের গতি আরো বেগমান হবে বলে কমিটি আশা পোষন করছে।উক্ত সভায় উপস্থিতি সকলের মূল্যবান মতামত প্রদানে কাজের গতিকে আরো বেগবান করবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।