মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে বিশ্ব বসতি দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকালে মেহেরপুর মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এজিএম সিরাজুম মুনির প্রমূখ। এছাড়াও এসময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, এনডিসি গোলাম রাব্বানী সোহেল,মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে বিশ্ব বসতি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।