সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি। ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলে(১৭ ) জন পক্ষপাতগ্রস্থ প্রতিবন্ধী ও চলাফেরায় অক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান এর সভাপতিত্বে, উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে হুইলচেয়ার বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিল ঠাকুরগাঁও -৩ আসনের সাংসদ সদস্য হাফিজ উদ্দিন। এছাড়াও উপস্থি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, উপজেলা প্রকৌশলী মাঈনুল, নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, জাহাঙ্গীর আলম আহবায়ক উপজেলা জা পা, আবু তাহের যুগ্ম আহবায়ক উপজেলা জাপা, জামাত নেতা হাফেজ শহিদুল্লা, প্রেসক্লাব সভাপতি মোবারক আলি,প্রেসক্লাব পুরাতন সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক - সফিকুল ইসলাম শিল্পী,হুমায়ুন কবির, লেমন সরকার, মাহাবুব আলম,তাহেরুল ইসলাম তামিম, নাজমুল হোসেন, প্রমূখ। অনুষ্ঠান টি সঞ্চালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রহিম।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।