বিলালুর রহমান, সিলেটঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাঁতার প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে। কানাইঘাট উপজেলা পরিষদের অভ্যন্তরে (পুকুর) ২২ সেপ্টেম্বর (শুক্রবার) অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন হয়। বিকালে কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা নাসরীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক এস.আই.এম. ফেরদৌউস আলম, কানাইঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ খাদিজা বেগম, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুক আহমদ এবং সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী কিশোর ও কিশোরীদের হাতে পুরস্কার তুলে দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।