মোঃ আসাদুজ্জামান আপেল পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় : শিশুর জন্য বিনিয়োগ করি ভবিষ্যতের বিশ্ব গড়ি ; এই স্লােগান নিয়ে পঞ্চগড়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় পঞ্চগড় জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে জেলা শিশু একাডেমীর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এতে পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফরহাদ আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন প্রধান,অধ্যাপক হাসনুর রশিদ বাবুসহ বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালী শেষে বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।