মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নিজাম(৩৮) ও গ্রামীণ ফোন টাওয়ারের ব্যাটারী চুরি মামলায় দায়েরকৃত আসামী বোরহান চৌধুরী(২৯) কে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম। বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১লা অক্টোবর রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এসআই রাজিব হোসেন,এএসআই সুজন মাঝি সহ চৌকস একটি টিম ঢাকার সাভার আশুলিয়া এলাকা থেকে মোঃ নিজাম ও ঢাকার চন্দ্রিমা উদ্যান মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বোরহান চৌধুরী কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ নিজাম নারী ও শিশু নির্যাতন,যৌতুক সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী বলে জানায় পুলিশ তবে দীর্ঘদিন নিজাম আত্মগোপনে থাকলে ও ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর কঠোর নির্দেশে ও ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে অভিযানে নামে পুলিশের চৌকস একটি টিম,যে অভিযানে টিমের প্রতি পুলিশ সুপার ও ওসির বার্তা ছিল যে কোন উপায়ে নিজাম কে আটক করতেই হবে অবশেষে অভিযানে থাকা চৌকস টিম রাত-দিন চেষ্টা করে নিজাম কে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে চুরি মামলার ওপর আসামী বোরহান ওপর এমন বার্তা থাকায় তিনি পালিয়ে বেশিদিন থাকতে পারেনি তাকে ও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ নিজাম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার আবুল কাশেমের ছেলে এবং বোরহান চৌধুরী বাপ্পী গিমাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার টুংগীপাড়া থানার আলমগীর চৌধুরীর ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে ঢাকা থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নিজাম ও চুরি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী বোরহান কে রবিবার ১ লা অক্টোবর রাতে গ্রেফতার করে সোমবার ২ অক্টোবর সকালে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।