পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি'র আয়োজনে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ সমাবেশে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি, জিয়াউল হাসান, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) ও অতিরিক্ত দায়িত্ব আনসার ও গ্রাম রক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা , জেলা পুলিস সুপার এসএম সিরাজুল হুদা, জেলা কমান্ড শফিউল আলম, জেলা এনএস আই' এর উপপরিচালক রাসেল জমাদার, উপস্থিত ছিলেন, এসময় জেলার পাঁচ উপজেলার ২৫০ জন কর্মরত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেয় । অনুষ্ঠান শেষে জেলা কমান্ডারের পক্ষ থেকে জেলা, উপজেলা ও ইউনিযনের ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সদস্য সদস্যাদের মাঝে ৫ জনকে স্পেশাল পুরুস্কার সহ ৯ টি বাইসাইকেল, ২২টি ছাতা, ও ২১৪ টি মগ উপহার দেযা হয়,
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।