কুড়িগ্রাম প্রতিনিধি। । কুড়িগ্রামের উলিপুরে ৬ জন জুয়ারু পুলিশের হাতে আটক হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (০৩ অক্টোবর) রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন দক্ষিণ উমানন্দ সরাই পাড় এলাকা থেকে চিলমারী থানাধীন জোরগাছ নতুন বাজার এলাকার মোঃ নুর হোসেন (৩৬), পূর্ব বজরা গ্রামের মোঃ নুর ইসলাম (৪২), মোঃ হোসেন আলী (২৮), মোঃ আলম বাদশা (৪৫), খামার বজরা গ্রামের মোঃ ইসমাইল হোসেন (৩২) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাধীন মাদারী পাড়ার মোঃ জাহিদুল ইসলাম (৩৫) কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।