শেখ মারুফ হোসেন সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ, সাতক্ষীরা রহিমা সুলতানা বুশরার তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় আলোচনা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী। ৩ অক্টোবর মঙ্গলবার সকালে কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম পূজা মন্ডপ, ভদ্রখালি পূজা মন্ডপ সহ অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শনে যান, এসময় তিনি পূজা মন্ডপের কর্মকর্তার সাথে মতবিনিময় করেন, পূজোর সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এছাড়া পূজোর আগে ও পূজোর দিনগুলিতে সার্বিক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। ইতিমধ্যে কালিগঞ্জ উপজেলার পূজা মন্ডপ গুলিতে প্রতিমা শিল্পীরা রং তুলির কাজ শুরু করেছে, পাশাপাশি পূজা মন্ডপ গুলি সাজসজ্জা জন্য গেট প্যান্ডেল লাইট সহ অন্যান্য প্রস্তুতি গ্রহণ করছে এবং সেই সমস্ত কাজ এগিয়ে চলছে। এদিকে কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ জানান সাতক্ষীরা জেলায় এ বছর ৬৬৫ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যেই কালীগঞ্জ উপজেলায় ৫১ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরা আওতায় থাকবে। পুলিশ প্রশাসনের নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি পূজা মন্ডপ গুলিতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা সার্বিক নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। জেলা ও উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল রুম খোলা হবে, মোবাইল টিম পরিদর্শন করবে ও নজরদারি থাকবে । আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক কথা শুরু হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।