মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলায় পল্লী চিকিৎসকদের সাথে মেহেরপুর ২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি মতবিনিময় সভা করেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা অডিটোরিয়ামে পল্লী চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পল্লী চিকিৎসক মোঃ আবুল বাসারের সঞ্চানলয়ে অনুষ্ঠানে সভাপত্বিত করেন গাংনী উপজেলার পল্লী চিকিৎসক সভাপতি মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন গাংনী উপজেলা পল্লী চিকিৎসক সাধারণ সম্পাদক মোঃ আহাদ আলী, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাহিবুল ইসলাম,গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ধানখোলা ইউনিয়ন সভাপতি ও সাংবাদিক মোঃ কামাল হোসেন খাঁন প্রমূখ। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলায় পল্লী চিকিৎসক গণ। প্রধান অতিথি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি বলেন করোনার সময় পল্লী চিকিৎসক গণ যে ভূমিকা রেখে রোগীদের চিকিৎসা দিয়ে সুস্থ করেছেন তাদের কে আমি ধন্যবাদ জানায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।