তাহিরপুর প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূঁজা উদযাপন উপলক্ষ্যে ২৯ টি পূঁজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় তাহিরপুর থানা প্রাঙ্গনে শারদীয় দূর্গাপূঁজা উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইিম,অপ্স) রাজন কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ধর্মপাশা সার্কেল) ও অতিরিক্ত (তাহিরপুর সার্কেল) আলী ফরিদ, থানার (তদন্ত) কর্মকর্তা কাউসার আহমেদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার, বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু,সহ বিভিন্ন পুজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে তাহিরপুর থানা সবধরনের ব্যাবস্তা গ্রহন করেছে, কোন ধরনের দুর্ঘটনা অঘটন সংবাদ প্রাপ্তির সাথে সাথে তাহিরপুর থানা পুলিশ ব্যাবস্থা গ্রহন করবে।তিনি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে তাদের নিজস্ব ব্যাবস্থাপনায় বিভিন্ন কমিটির মাধ্যমে স্থানীয় শৃংখলা রক্ষার উদ্যোগের পাশাপাশি পুলিশকে সহযোগিতার আহব্বান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।