মোঃআফজাল হোসেন শান্ত,স্টাফ রিপোর্টারঃ সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামালের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ক্ষমতাশীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা করছে একাধিক ব্যক্তি। তবে সকল নাম পিছিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যক্ষ এম.এ.সাত্তার রয়েছে সবার শীর্ষে। দীর্ঘ সময় থেকে এ আসনের জনগণের পাশে থেকে কাজ করেছেন তিনি। এই এলাকার আপামর জনসাধারণের সঙ্গেই তার সুখ-দুঃখের মিতালি। তার প্রতিষ্ঠিত অধ্যক্ষ এম.এ.সাত্তার ট্রাস্টের মাধ্যমে এই এলাকার মানুষের জন্য সহযোগিতা করে যাচ্ছেন তিনি। যে কারণে ওয়ার্ড থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা এম.এ.সাত্তারকে লক্ষ্মীপুর-৩ আসনের নৌকার কাণ্ডারি হিসেবে দেখতে চান। অধ্যক্ষ এম.এ.সাত্তার ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এবং লক্ষ্মীপুরে দত্তপাড়া এলাকায় ঐতিহ্যবাহী মিয়াজি বাড়ীর সন্তান। তিনি শ্যামলী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।