ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ভামদা সিনিয়র আলিম মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনুমোদন ছাড়াই গাছ কাটার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই মাদ্রাসার বিশাল আকৃতির কাঁঠাল গাছটি কেটে সরিয়ে ফেলা হয়েছে । গত মঙ্গলবার (৩ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার মাঠের একটি বিশাল আকৃতির কাঁঠাল গাছ কেটে ফেলে রাখা হয়েছে। সংবাদ সংগ্রহের ঐদিন দীবাগত রাতেই গাছটি সরিয়ে ফেলে কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যাক্তিরা জানান, ভামদা সিনিয়র আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক তার ইচ্ছেমতো সবসময় কাজ করে থাকেন। সরকারি কোন নিয়ম না মেনেই তিনি হঠাৎ করে এতো বড় একটি গাছ কেটে ফেলার নির্দেশ দিয়েছেন। এর আগেও তিনি সহ ম্যানেজিং কমিটির কয়েকজনের নির্দেশনায় আরো গাছ কাটা হয়েছে। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কোন কথা বলতে চায় না। এ বিষয়ে মাদ্রাসার সুপার শাহ আলম সিদ্দিকীর সাথে কথা বললে তিনি বলেন, গাছটি মরে যাওয়াই ম্যানেজিং কমিটির আলোচনায় কাটার নির্দেশ দিয়েছি। গাছ কাটার অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গাছটি মরে যাওয়ার কারনে সরকারিভাবে অনুমোদন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর প্রয়োজন মনে করিনি। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির বলেন, মাদ্রাসার গাছ কাটা হয়েছে আমি প্রথম শুনলাম এ বিষয়ে তারা অনুমোদন নেয়নি বলে জানান তিনি। তদন্তের বিষয়ে এদিকে সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রিফাত মুঠোফোনে বলেন, অনুমোদন ছাড়াই গাছটি কেন কাটা হয়েছে এ বিষয়টি তদন্তের জন্য ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.