মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ১০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার পুলিশ কনস্টেবল হাসানুজ্জামান ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে ৪ অক্টোবর বুধবার সকাল ১১ টায় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া জানান,মোবাইল ফোন হারিয়ে গেলে ভুক্তভোগীরা বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করলে সেই জিডি মুলে ঢাকা,সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন থানার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় ১০ টি মোবাইল ফোন উদ্ধার করে আজ সকালে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে মোবাইল ফোন হাতে পেয়ে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া এবং ফোন উদ্ধারকৃত পুলিশ সদস্য কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফোনে ফিরে পাওয়া ফোনের প্রকৃত মালিক গন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।