এস এম মাসুদ রানা, বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা জুলাই/২০২৩ মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য শ্রেষ্ঠ ওয়ারেন তামিলকারী এবং সার্বিক কর্ম মূল্যায়ন শ্রেষ্ঠ এসআই সম্মাননা স্মারক পেয়েছেন চিরিরবন্দর থানার নুর আলম সিদ্দিক। বুধবার ( ৪সেপ্টেম্বর ) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৩ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ,পিপিএম।মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় পুলিশ সুপার, দিনাজপুর(জুলাই/২০২৩) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য সম্মাননা স্মারক অফিসারদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জেলার সকল সার্কেল এবং সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় কর্মরত অফিসার এসআই নুর আলম সিদ্দিক জানান, এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করেছেন। এ পুরষ্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন। এছাড়াও থানা সূত্রে জানা যায়, এসআই নুর আলম সিদ্দিক কয়েকদিন আগে অত্র থানা্র মামলার বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামিকে বিশেষ অভিযান এর মাধ্যমে ঢাকা থেকে আটক করেন। এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।