মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ‘সবাই মিলে কাজ করি, ফিস্টুলা মুক্ত দেশ গড়ি’–এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে মহিলাদের কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ঠা অক্টোবর) দিনব্যাপী ৫০ শয্যা বিশিষ্ট ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উইমেনস হোপ ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্পে ৫৯ জন মহিলা রোগীকে সেবা ও পরীক্ষা করা হয়। ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প পরিদর্শন করেন—নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী, ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন, কো-অর্ডিনেটর তোজাম্মেল হক, মনজু আরা বেগম প্রমূখ। স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ এবং জুনিয়র কনসালটেন্ট (গাইনী অবস) ডাঃ ফারজানা আফরিন সহ বিদেশি গাইনোক্লোজিস্টদের সমন্বয়ে মহিলাদের কমিউনিটি ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্প পরিচালিত হয়। স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, ফিস্টুলা স্ক্রিনিং ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫৯ জন মহিলা রোগীর মধ্যে ফিস্টুলা রোগে ২ জন, টিআর রোগে ৪ জন, প্রলাপ্স রোগে ৫ জন, রাজ রোগে ৪ জন এবং জন্মগত কনজিনেন্টাল রোগে একজন শনাক্ত হয়েছে। শনাক্তকৃত রোগীদের আগামীতে দ্রুততম সময়ের মধ্যে দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে অপারেশন ও চিকিৎসা প্রদান করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।