পুঠিয়া দুর্গাপুর উপজেলা প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু) পুঠিয়া দুর্গাপুর মানুষের কাছে একমাত্র আস্থাভাজন মানুষ,যার নাম জিএম হীরা বাচ্চু,তিনি সফলভাবে রাজশাহী জেলা সাবেক ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেন,বর্তমান তিনি পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান,পুঠিয়া দুর্গাপুর মানুষের একটাই দাবি,জিএম হীরা বাচ্চুকে এমপি পদে দেখতে চাই। পুঠিয়া দুর্গাপুর সাধারণ জনগণ বলেন,জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,আওয়ামী লীগের এই উন্নয়ন ধারা,অব্যাহত রাখতে পুঠিয়া দুর্গাপুরবাসীর নৌকা মার্কায় ভোট চান,বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের আদর্শ গড়া সৈনিক,পুঠিয়া উপজেলা যুব সমাজের,আস্থার ঠিকানা জি এম হিরা বাচ্চু। তিনি বলেন,পুঠিয়া দুর্গাপুর আসন থেকে নৌকা মার্কা বিজয় করতে চান,আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নিয়ে সর্বদা,নৌকার পক্ষে মাঠে কাজ করে যাচ্ছি,অসহায় দরিদ্র মানুষের সব সময় পাশে আছি। পুঠিয়া দুর্গাপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে,জি এম হীরা বাচ্চু বিকল্প নেই,তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন,ভাতা প্রদান, বিধবা ভাতা,চিকিৎসা ভাতা,শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান,ও করোনা টিকা বিতরণ,মুক্তিযোদ্ধা ভাতা,বৃদ্ধ ভাতা,সকল স্কুল কলেজ মাদ্রাসা নির্মাণ,স্বাস্থ্য সেবা মান উন্নয়ন,চেয়ারম্যান সাহেবের নিজ তহবিল থেকে গরিব দুঃখীর মাঝে নগদ অর্থ প্রধান করেন প্রতিনিয়ত। তিনি যেনো সব সময়ই গরিব দুঃখী মানুষের মাঝেই থাকেন,দেখে বুঝা যায় না তিনি একজন,উপজেলা চেয়ারম্যান,চলাফেরা যেনো সাধারণ মানুষের মত,তার নেই কোন অহংকার,সাধারণ মানুষ যেনো ভাবে আমাদের পরিবারের উনি একজন সদস্য। তার নিজ অর্থায়নে,তিনি গড়ে তুলেছেন পুঠিয়া ফুটবল একাডেমি,যেখানে প্রতিদিন শতাধিক বিভিন্ন বয়সের খেলোয়ারদের প্রশিক্ষণ দেয়া হয়। তার ফুটবল একাডেমির,প্লেয়ার দেশের বিভিন্ন মাঠ দাপড়িয়ে,বিদেশের মাটিতেও খেলছে তার একাডেমির প্লেয়াররা,এবং ঢাকা বড় বড় ক্লাবে সেনাবাহিনীতে ও খেলছে তার একাডেমীর ফুটবল প্লেয়ারা,তিনি একজন ফুটবলপ্রেমী মানুষও বটে। নির্বাচনে অঙ্গীকার বলেন,বাংলাদেশ সরকার মাননীয়,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,যদি দল থেকে আমাকে মনোনয়ন দেয়,তাহলে আমি পুঠিয়ার দুর্গাপুরের এমপি হয়ে কোনো একটি মানুষের কোন অভাব অনটন রাখবো না,পরিশেষে জি এম হীরা বাচ্চু বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার ওপর আস্থা রাখবে,তাকেই মনোনয়ন দিবেন,এবং সেই মনোনয়ন তাক না করে,আমাদের সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে,এবং নৌকা মার্কায় ভোট দিতে হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.