স্টাফ রিপোর্টার,আজহারুল ইসলাম সাকী: সাতক্ষীরা কোন ভাবে কমানো যাচ্ছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দিন পার হলে নতুন নতুন ব্যক্তিদের নাম ডেঙ্গুর ডায়রিতে যুক্ত হচ্ছে। শুধু তাই নয় অনেকের আবার না ফেরার দেশে পাড়ি জমাচ্ছেন। এবার ডেঙ্গুর প্রভাব ব্যাপক বিস্তার করলেও সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষে তেমন কার্যকর পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি। তবে ডেঙ্গু সংক্রমন কমাতে জন সচেতনতার কোন বিকল্প নেই। গতকাল আরো এক জনের ডেঙ্গু মৃত্যু হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউপির ফরিদপুর গ্রামের মৃত শাহাবুদ্দীন পুত্র গোলাম হোসেন (৫০) জানাগেছে, ঐ ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। গত ২৫ সেপ্টেম্বর ডেঙ্গুর আক্রান্ত হয়ে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মৃত সংখ্যা দাড়ালো ৮ জনের এবং আক্রান্ত সংখ্যা ৮৫৫ জন, এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি ৬৩ জন, রিফার করা হয়েছে ৮৫ জনের।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।