মোঃ মহিউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ভোলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শনিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলা একাডেমির সমন্বয়ে এবং জেলা প্রশাসন, ভোলার বাস্তবায়নে জেলা সাহিত্যমেলা আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়েছে। জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, জোনাল কমান্ডার, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, আল-ফারুক মাহমুদ হোসাইন, উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আইরীন ফারজানা, কবি ও সাংবাদিক নাসির আহমেদ ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করে সাহিত্য সংস্কৃতির উপর কিছু কথা বলেন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ভোলা সরকারি কলেজ প্রফেসর আবদুল গফুর, অধ্যক্ষ সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ ভোলা, প্রফেসর মোঃ ইসরাফিল ব্যবস্থাপক, বাংলা একাডেমি মোঃ মনিরুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা রুহুল আমীন জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, সম্পাদক, সাপ্তাহিক সময় পূর্বাপর সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার বিভিন্ন স্তরেরকবি ও সাহিত্যিকবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সাহিত্যমেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা সাহিত্যমেলা ২০২২ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। এ সময় পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আইরীন ফারজানাসহ আমন্ত্রিত অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। এরপর ভোলার কবি-সাহিত্যিক ও ঢাকা থেকে আগত সাহিত্যিকদের অংশগ্রহণে দিনব্যাপী ভোলা জেলার সাহিত্য ও সংস্কৃতি নিয়ে সাহিত্য পাঠ ও লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবি-সাহিত্যিক ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কবি সাংবাদিক হাসান মাহমুদ এবং স্থানীয় শিল্পীরা। কবিতা পাঠে অংশ নেন কবি বোরহান মাসুদ, কবি নেয়ামুল হক, কবি মহিউদ্দিন, কবি মামুন ছারোয়ার, কবি হাসনাইন আহমদ, কবি ছাব্বির, কবি গাজি তাহের লিটন, কবি রিপন শান, কবি নিহার মোশাররফ , কবি মাকসুদর রহমান,কবি হাওলাদার মাকসুদসহ জেলার অন্যআন্য কবি সাহিত্যিকগণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।