বিলালুর রহমান সিলেট :সিলেটর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্বসাতজনি গ্রামে অবিরাম বৃষ্টিপাত হওয়ায় টিলা ধসে ৩টি পরিবারের বসতঘর মাটি চাপাপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে । তবে এই ঘটনায় পরিবারের কেউই হতাহত হন নাই। জানাগেছে, কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতের ফলে ৭ অক্টোবর শনিবার ভোর রাতে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্বসাতজনি গ্রামে টিলা ধসের ঘটনা ঘটে। ঘটনায় লেদই পাত্র (৬৫) সুদেন পাত্র (৪৬) ও রণ পাত্র (৫৫)'র পাশা পাশি থাকা ৩ টি পরিবারের বসতঘর মাটি চাপা পড়ে। এবিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান,শনিবার ভোররাতে বৃষ্টি চলাকালীন সময়ে হঠাৎ করেই ঘরের দেয়ালে মাটি ধসে পড়ে আমরা একে-অপরকে ডাকাডাকি করে ঘর থেকে বের হয়েছি। আশ পাশের লোকজন এগিয়ে এসে আমাদের-কে প্রাণে রক্ষা করেন। মূহুর্তের মধ্যেই ৩ টি পরিবারের বসতঘরের উপর টিলা ধসে মাটি চাপা পড়ে। আমরা ঘরের মালামাল রক্ষা করতে পারি নাই। ঘটনার খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। তিনি তাৎক্ষনিক ভাবে নগদ ১০ হাজার টাকা দিয়ে সহায়তা করেন। জেলা প্রশাসক মহোদয়-কে বিষয়' টি অবগত করে ক্ষতিগ্রস্থ পরিবারের বসতঘর মেরামত সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অতি বৃষ্টি চলাকালীন সময়ে ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি-খন্দকার গোলাম মওলা নকশেবন্দী। সম্পাদক/প্রকাশক-রবিউল ইসলাম। ভারপ্রাপ্ত সম্পাদক-সাবিহা প্রমানিক। প্রধান কার্যালয়ঃ ২২ ধানমন্ডি শংকর ঢাকা-১২০৯, মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪, ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩, ই-মেইল: alochitokantho@gmail.com ।